reporterঅনলাইন ডেস্ক
  ১২ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ গত ৯ নভেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি চট্টগ্রাম অঞ্চলে খেলাপি বিনিয়োগ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সঙ্গে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তারে নির্দেশনা দেন। শরিয়ার উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, শ্রমঘন উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারিশিল্প এবং কৃষি খাতে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ এবং অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং এ অঞ্চলের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close