অনলাইন ডেস্ক
১২ নভেম্বর, ২০২৪
সোশ্যাল ইসলামী ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের অংশগ্রহণে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও এসএএমডির প্রধান মুহাম্মদ মিজানুল কবির, ইভিপি ও চট্টগ্রাম জোনাল প্রধান সৈয়দ মো. সোহেল এবং ইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক সালেহ উদ্দীন কুতুবী। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফোরকানুল্লাহ চলমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ, শ্রেণি ও অবলোপনকৃত বিনিয়োগ থেকে আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন