reporterঅনলাইন ডেস্ক
  ১১ নভেম্বর, ২০২৪

অ্যাডভার্টাইজিং এজেন্সিজের নতুন নির্বাহী পরিষদ গঠন

সানাউল আরেফিন এবং সৈয়দ আহসানুল আপনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) সাত সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। এই নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহসাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।

বনানীতে অনুষ্ঠিত সদ্যসমাপ্ত অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচনার পাশাপাশি এই ৭ সদস্যের নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলমসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটির প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। এএএবির সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তি আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বৃদ্ধি, সংগঠন কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরো বিস্তৃত করা। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিজ্ঞাপনশিল্প নানাভাবে বিকশিত ও পরিবর্ধিত হয়েছে, হচ্ছে প্রতিনিয়ত। এ দেশের অনেক বিজ্ঞাপনী সংস্থা পৃথিবীর নানা দেশে পণ্য ও সেবার বিজ্ঞাপন করে থাকেন, বিশেষ করে ডিজিটাল মিডিয়ায়। বিজ্ঞাপন জগতে নতুন চিন্তাধারা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে, সেগুলো মাথায় নিয়ে বিজ্ঞাপনী সংস্থাগুলোকে আরো বেশি সম্পৃক্ত করা, সংগঠনকে আরো শক্তিশালী করা, সরকারের দায়িত্বশীল মানুষদের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থাগুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনাকে আরো গতিশীল করা এবং দেশের বিজ্ঞাপনী সংস্থাগুলো যেন বিশ্বের অন্যান্য দেশেও কাজ করে বৈদেশিক মুদ্রা আনয়ন করতে পারে, সেসব বিষয়কে আরো ত্বরান্বিত করার জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) নতুন কমিটি কাজ করবে।

১৯৭৮ সালে যাত্রা শুরু করা অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এএএবি) বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে টেলিভিশন, খবরের কাগজ, ডিজিটাল, ইভেন্ট, আউটডোর, অ্যাকটিভেশন ইত্যাদি নানা মাধ্যমে যে কমিউনিকেশান ব্যবসা করছেন, তাদের পরিচালক পর্ষদের (স্বত্বাধিকারী) একজন তার প্রতিষ্ঠানের পক্ষে এএএবির সদস্য হতে পারেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর সমানসংখ্যক ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনার নতুন তারিখ ঘোষণার মাধ্যমে শুধু সভাপতি পদের জন্য নির্বাচনের আয়োজন করবেন। এমতাবস্থায় পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরী দায়িত্বে বহাল থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close