বার্ষিক সভা করেছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইসিবির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর কাকরাইলে গ্রিন সিটি এজ ভবনে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্য পরিচালকরা এবং শেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভা গত ৩০ জুন সমাপ্ত কোম্পানির ২০২৩-২৪ হিসাববছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।
আলোচিত হিসাববছরে কোম্পানির ৪৮ কোটি ৯০ লাখ টাকা নীট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় হয়েছে ৮২ টাকা ৭৯ পয়সা। সভায় কোম্পানির শেয়ার মালিকরা ২০২৩-২৪ হিসাববছরের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ (অন্তর্বর্তীকালীন ৬০ শতাংশ নগদ ও চূড়ান্ত ৫০ শতাংশ শেয়ার) অনুমোদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"