reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বাছাইকৃত কর্মকর্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘ব্যবস্থাপনা দক্ষতা ও নেতৃত্ব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি গত বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ব্যাংকের মেধাবী জনশক্তির মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি করা হবে। এতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close