reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০২৪

কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের পুষ্পস্তবক অর্পণ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদ এ দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয়তাবাদী ফোরামের পক্ষে থেকে দেশ ও জাতি গঠনে শহীদ জিয়ার আত্মত্যাগকে সমুন্নত রেখে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জাতির চলমান সংগ্রামে তার আদর্শকে ধারণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় বিকেবি জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ও উপমহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close