reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০২৪

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সভায় সভাপতিত্ব করেন। প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, উপশাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানরা সভায় ভার্চুয়ালি অংশ নেন।

ওই ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসেবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। সভায় আরো বলা হয়, সাউথইস্ট ব্যাংক সবার জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান দিকনির্দেশনা দেন এবং ব্যাংকের চলমান অগ্রগতি ও উন্নয়নে সব কর্মকর্তার ভূমিকার প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close