নিজস্ব প্রতিবেদক

  ১০ নভেম্বর, ২০২৪

ওরিয়ন ফার্মা সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

বিদায়ি সপ্তাহে (৩ থেকে ৭ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। সপ্তাহ জুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। সপ্তাহ জুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৬ শতাংশ।

এ ছাড়া প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার ইস্ট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ৫১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১২ কোটি ৫২ লাখ টাকা, অগ্নি সিস্টেমস লিমিটেডের ১২ কোটি ২৪ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৫৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১১ কোটি ৪৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসির ১১ কোটি ৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ কোটি ৭৩ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close