বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা বরগুনার পাথরঘাটায় গত ৬ নভেম্বর বুধবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও এ কে এম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মো. ফারুক, মো. শামীম আহসান, চৌধুরী মো. মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালেহ, ডা. এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মো. খলিলুর রহমান ও মো. মাহবুবুর রহমান খান এবং সমাজসেবক মো. হারুন অর রশীদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান মো. লকিতুল্লাহ। এ সময় ব্যাংকের নির্বাহী কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"