reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

চীনের সিআইআইই মেলায় অংশ নিয়েছে ওয়ালটন

চীনের সাংহাইতে শুরু হয়েছে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো (সিআইআইই)’-এর ৭ম আসর। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে গ্লোবাল ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন। এক্সপোতে ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ের সক্ষমতা ইত্যাদি বিষয় বৈশ্বিক ক্রেতাদের সামনে তুলে ধরা হবে। চীনের সাংহাইতে ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশেন সেন্টারে গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী মেলা ‘সিআইআইই’। এক্সপো চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। মেলায় চীনসহ বিশ্বের

বিভিন্ন দেশ থেকে কয়েক লক্ষাধিক ব্যবসায়ী, আমদানিকারক ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ রপ্তানি

উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় ওয়ালটন প্রথমবারের মতো এই এক্সপোতে অংশ নিয়েছে।

ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, সিআইআইই মেলায় অংশগ্রহণের মাধ্যমে ওয়ালটন এবং বৈশ্বিক ক্রেতাদের সঙ্গে এক সেতুবন্ধ তৈরি হবে। আশা করছি, এর মাধ্যমে ওয়ালটন ব্র্যান্ডের জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে ব্যাপকহারে

বৃদ্ধি পাবে। পাশাপাশি অর্ডার পাওয়ার সুযোগ আরো বাড়বে এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা গ্রাহকের সঙ্গে যোগাযোগের সুযোগও তৈরি হবে। তিনি বলেন, ২০১৬ সাল থেকে বিশ্বের অন্যতম মেগা ট্রেড শো চীনের ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে আসছে ওয়ালটন। এসব মেলায় সাশ্রয়ী মূল্য ও উচ্চমানের প্রযুক্তিপণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ওয়ালটন। সিআইআইই এক্সপোতেও এর ব্যতিক্রম হবে না।

এর আগে সম্প্রতি চতুর্থবারের মতো চীনের গুয়াংজু শহরে ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’ বা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নেয় ওয়ালটন। এতে ওয়ালটন ব্যাপক সাফল্য পেয়েছে, সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের বড় সুযোগ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close