reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

এসবিএসি ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক

এসবিএসি ব্যাংক পিএলসির স্পন্সর শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক মতিউর রহমান বাবু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে যশোরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসবিএসি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন স্পন্সর ডাইরেক্টর মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এক শোক বার্তায় তারা বলেন, মতিউর রহমানের মৃত্যুতে এসবিএসি ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমরা আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close