reporterঅনলাইন ডেস্ক
  ২২ অক্টোবর, ২০২৪

সাউথইস্ট ব্যাংকের ৭৪৫তম বোর্ডসভা অনুষ্ঠিত

গত রবিবার (২০ অক্টোবর) সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৪৫তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং পরিচালক আজিম উদ্দিন আহমেদ, মো. আকিকুর রহমান, দুলুমা আহমেদ, জোসনা আরা কাশেম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং ব্যাংকের কোম্পানি সচিব এ কে এম নাজমুল হায়দার।

পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া ভবিষ্যৎ সফল যাত্রার দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যরা বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অভিমত পোষণ করা হয়, গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তা ছাড়া প্রধান আর্থিক সূচকগুলোয় ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এ ছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ দেওয়া হয়। সভায় আরো বলা হয়, সাউথইস্ট ব্যাংক সবার জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাউথইস্ট ব্যাংক ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। কোম্পানি সুশাসন, মুনাফা লভ্যতা এবং নিয়মতান্ত্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় শীর্ষে থাকা সাউথইস্ট ব্যাংক প্রভিশন ঘাটতিবিহীন ও পর্যাপ্ত মূলধন সংরক্ষণকারী স্থিতিশীল একটি ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close