reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০২৪

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির সেপ্টেম্বর মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানরা সভায় ভার্চুয়ালি অংশ নেন।

কোম্পানি সুশাসন, মুনাফা লভ্যতা এবং নিয়মতান্ত্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় শীর্ষে থাকা সাউথইস্ট ব্যাংক প্রভিশন ঘাটতিবিহীন ও পর্যাপ্ত মূলধন সংরক্ষণকারী স্থিতিশীল একটি ব্যাংক। গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তা ছাড়া প্রধান আর্থিক সূচকগুলোয় ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।

সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এ সময় ব্যাংকটি স্থানীয় মুদ্রা (টাকা) এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে কখনো কোনো বিলম্ব বা ব্যর্থতার নজির নেই, যা ব্যাংক নির্ভরযোগ্যতা এবং আস্থার প্রতীক হিসেবে সমুন্নত রেখেছে। সেই সঙ্গে, এই ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার সর্বদাই ন্যূনতম রক্ষিতব্য হারের চেয়ে বেশি থাকে। এরই ধারাবাহিকতায় সাউথইস্ট ব্যাংক বর্তমানে সর্বাধিকসংখ্যক (৬২৩টি) আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে দৃঢ় করেসপন্ডেন্ট সম্পর্ক বজায় রেখেছে।

ওই মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসেবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার সব বিধিবিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংক সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজ শর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়োপযোগী ব্যাংক সেবা নিশ্চিতকরণ এবং করপোরেট সেক্টরের শিল্পপ্রতিষ্ঠানকে ব্যাংকিং সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে সেক্টরভিত্তিক লোন কনসেন্ট্রেশন কমানোর জন্য ফার্মাসিউটিক্যাল, আইটি, পাওয়ার ও এনার্জি, হেলথ কেয়ার, সিরামিক সেক্টরগুলোর মতো নতুন নতুন উদীয়মান সেক্টরে ঋণ সহযোগিতা বাড়ানোর জন্য জোর দেওয়া হয়। এ ছাড়া মন্দ ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ দেওয়া হয়।

সভায় আরো বলা হয়, সাউথইস্ট ব্যাংক সবার জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close