reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২৪

আইসিএসবি জাতীয় গোল্ড অ্যাওয়ার্ড জিতল ইবিএল

এগারোতম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৩-এ গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। এই নিয়ে ষষ্ঠবারের মতো ইবিএল গোল্ড অ্যাওয়ার্ড জেতার গৌরব অর্জন করল। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন এবং হেড অব কম্যুনিকেশন্স অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা (অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) ড. সালেহউদ্দিন আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close