অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪
ব্যাংকান্স্যুরেন্স ব্যবসার অনুমোদন পেল মিডল্যান্ড ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকান্স্যুরেন্স ব্যবসা শুরু করার অনুমোদন পেয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতারের কাছে অনুমোদনপত্রটি হস্তান্তর করেন। অনুমোদনপত্র গ্রহণের সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডির অতিরিক্ত পরিচালক শামীমা শারমিন, যুগ্ম পরিচালক আশরাফুল আলম এবং মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটের ম্যানেজার সৈয়দ সাকিবুজ্জামান, ব্যাংকান্স্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন