reporterঅনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ইবিএলের প্রায়োরিটি সেন্টার উদ্বোধন

প্রিমিয়াম গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) একটি প্রায়োরিটি সেন্টার চালু করেছে। গতকাল রবিবার সিলেট শহরে সেন্টার চালু করা হয়। ইস্টার্ন ব্যাংকের ২২তম এই প্রায়োরিটি সেন্টারটি সিলেটের শাহজালাল উপশহর রোডের এনকে ট্রেড সেন্টারে অবস্থিত ব্যাংকের উপশহর শাখায় চালু করা হয়েছে। সেন্টারটি থেকে প্রিমিয়াম গ্রাহকরা ব্যাক্তিকেন্দ্রিক ও বিশ্বমানের ব্যাংকিং সেবা পাবেন। সেন্টারটি উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি ও ওয়েলথ ব্যবস্থাপনা প্রধান শারমিন আতিক, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরী হক, আঞ্চলিক শাখা প্রধান- সিলেট ও নারায়নগঞ্জসহ স্থানীয় প্রায়োরিটি গ্রাহকরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close