reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নন-এক্সিকিউটিভ সহকর্মীদের চোখ পরীক্ষা করল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক তাদের নন-এক্সিউটিভ সহকর্মীদের জন্য কর্মক্ষেত্রে সঠিক দৃষ্টিশক্তি নিশ্চিত করতে তিন দিনব্যাপী চক্ষু-পরীক্ষা (আই-স্ক্রিনিং) কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই আই-স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। করপোরেট খাতে এমন উদ্যোগ কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বিকাশের সংস্কৃতি লালনে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। উদ্যোগটি স্বাস্থ্য খাতে ব্যাংকের ফ্ল্যাগশিপ করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আমি’ এর অংশ হিসেবে নেওয়া হয়েছে। আই-স্ক্রিনিং করা ব্যাংকটির প্রায় ৪৯ শতাংশ নন-এক্সিকিউটিভ সহকর্মী- গাড়িচালক, নিরাপত্তাকর্মী, অফিস সহকারী এবং পরিচ্ছন্নতাকর্মীরই চশমার প্রয়োজন রয়েছে।

চক্ষুসেবার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি নিয়ে ব্যাংকটির নন-এক্সিউকিউটিভ সহকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরীক্ষা শেষে অভিজ্ঞ অপ্টোমেট্রিস্টের পরামর্শে বিনামূল্যে চশমাও দেওয়া হয়। অক্টোবরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপনের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৪ এই আই-স্ক্রিনিং কার্যক্রমের আয়োজন করে। ব্যাংকটির এই উদ্যোগে চিকিৎসা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক প্রতিষ্ঠান ভিশনস্প্রিং, যারা সাশ্রয়ী মূল্যে মানুষের জন্য প্রয়োজনীয় চশমার ব্যবস্থা করে থাকে।

ব্যাংকের মোট ৩৩৫ জন সহকর্মীর আই-স্ক্রিনিং করা হয়, যাদের মধ্যে অস্পষ্ট দৃষ্টিশক্তি এবং মাথাব্যথাজনিত সমস্যার কারণে ১২৭ জনের জীবনে প্রথমবারের মতো চশমা ব্যবহারের প্রয়োজন পড়েছে। চোখের সমস্যা নিয়ে তারা আগে কখনো চিকিৎসা নেননি। তাই দৃষ্টিশক্তির সমাধানকল্পে তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয়।

এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের নন-এক্সিকিউটিভ সহকর্মীরা আমাদের দৈনন্দিন কাজকর্মের অবিচ্ছেদ্য অংশ। তাদের চিকিৎসাসেবায় বিনিয়োগ করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত এবং গর্বিত।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close