এফএসআইবিপিএলসির শরিয়া কাউন্সিলের সভা
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসির শরিয়া কাউন্সিলের ৫৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়। শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তার সব লেনদেন ও কার্যক্রমে ইসলামী শরিয়ার পূর্ণ পরিপালন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি দেশের প্রথিতযশা ইসলামী স্কলারদের সমন্বয়ে গঠিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিল সদস্যদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শরিয়া পরিপালনে বর্তমান পর্ষদ কোনোরূপ ব্যত্যয়কে প্রশ্রয় দেবে না। ব্যাংকের আমানত গ্রাহক ও শেয়ারহোল্ডারদের শরিয়াসম্মত আয় নিশ্চিত করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে শরিয়া পরিপালনের একটি মডেল ব্যাংকে পরিণত করার জন্য কাজ শুরু করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"