সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির আগস্ট মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, শাখাপ্রধান, ম্যানেজার অপারেশন, উপশাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানরা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংক গত ২৯ বছর ধরে গ্রাহকের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে স্থানীয় এবং বৈদেশিক মুদ্রায় তারল্য ব্যবস্থাপনায় শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এ সময় ব্যাংকটি স্থানীয় মুদ্রা (টাকা) এবং বৈদেশিক মুদ্রার লেনদেনে কখনো কোনো বিলম্ব বা ব্যর্থতার নজির নেই। যা ব্যাংক নির্ভরযোগ্যতা এবং আস্থার প্রতীক হিসেবে সমুন্নত রেখেছে। সেই সঙ্গে এই ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার সর্বদাই ন্যূনতম রক্ষিতব্য হারের চেয়ে বেশি থাকে। এরই ধারাবাহিকতায় সাউথইস্ট ব্যাংক বর্তমানে সর্বাধিক সংখ্যক (৬২৩টি) আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে দৃঢ় করেসপন্ডেন্ট সম্পর্ক বজায় রেখেছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"