নিজস্ব প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০২৪

শেয়ারবাজারে লিন্ডে বাংলাদেশের চমক

রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে দেশের শেয়ারবাজারে নতুন ইতিহাস সৃষ্টি করেছে লিন্ডে বাংলাদেশ। রেকর্ড লভ্যাংশ ঘোষণার পাশাপাশি গত সপ্তাহে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রেও চমক দেখিয়েছে এ কোম্পানিটি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ বহুজাতিক প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে লিন্ডে বাংলাদেশের শেয়ার আগ্রহের শীর্ষ চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। তবে শেয়ার দাম সব থেকে বেশি বেড়েছে অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পর।

সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার ডিএসইর মাধ্যমে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত জানায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৪১০ টাকা করে পাবেন। দেশের শেয়ারবাজারের ইতিহাস আর কোনো কোম্পানি কখনো এত বেশি অন্তর্বর্তী লভ্যাংশ দেয়নি।

রেকর্ড পরিমাণ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফায় (ইপিএস) উল্লম্ফন হয়েছে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪১৫ টাকা ৮ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩২ টাকা ৩৫ পয়সা।

আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৮ টাকা ৮৪ পয়সা। আর ২০২৩ সাল শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ৩৭১ টাকা ২৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মুনাফা ও সম্পদ উভয় বেড়েছে। সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার বিক্রি করে উচ্চ মুনাফা পাওয়ায় মুনাফায় এমন উল্লম্ফন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। রেকর্ড পরিমাণ এ লভ্যাংশ ঘোষণা আসার দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বাড়ে ২৩৪ টাকা ১০ পয়সা বা ১৭ দশমিক ৮৩ শতাংশ। এতেই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৩ দশমিক ৭৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৩৯০ টাকা ৪০ পয়সা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close