অনলাইন ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকা অনুদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের আর্থিক সহায়তার জন্য গত সোমবার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি ৫০ লাখ টাকার অনুদান দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতিকের নিকট শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরকালে অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এফএভিপি মো. সানাউর রশিদ (সাগর) উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন