ফারইস্ট ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সম্মেলন
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার কোম্পানির নিজস্ব ভবন ফারইস্ট টাওয়ারের রজনীগন্ধ্যা অডিটোরিয়ামে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনসহ সামগ্রিকভাবে কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও পরিপালন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ডা. মো. মোকাদ্দেস হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মিসেস নাজনীন হোসেন, মোহাম্মদ শামছুল হক, মো. হেলাল মিয়া ও মিসেস আয়েশা হুসনে জাহান। স্বতন্ত্র পরিচালক শেখ মোহাম্মদ শোয়েব নাজির, ডা. শাহিন সুলতানা জলি ও মো. মোশাররফ হোসেন। ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. আপেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব ডিভিশন ইনচার্জ। সংবাদ বিজ্ঞপ্তি।
"