ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে আলোচনা
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে চুয়াডাঙ্গা ও ঢাকা সম্প্রতি হুমায়ূন আহমেদ এবং মোস্তাক শরীফের ঐতিহাসিক পটভূমির ওপর লিখিত উপন্যাস ‘বাদশাহ নামদার’ ও ‘মসনদ’ নিয়ে আলোচনা করেছে। এই উপন্যাস দুটি পড়ার মাধ্যমে রিডিং ক্যাফের সদস্যরা এক মাস ধরে মুঘল ইতিহাস এবং মুঘল শাসকদের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জেনেছেন। ‘বাদশা নামদার’ হুমায়ূন আহমেদের মুঘল সম্রাট বাবর এবং তার ছেলে হুমায়ুনের অতি আবেগপ্রবণ ব্যক্তিত্বের ওপর লিখিত একটি জনপ্রিয় উপন্যাস। বাবর সবসময় ভয়ে থাকতেন এই ভেবে যে, হুমায়ুনের মানসিক দুর্বলতাই তার শত্রুপক্ষের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। এমনকি এটিই তার পতনের কারণ হতে পারে। তাই হুমায়ুনকে দৃঢ়চিত্তের মানুষ হিসেবে তৈরি করার জন্য বাবর রাজ্যের সব সম্পদ হুমায়ুনের হাতে তুলে দেন। কিন্তু পরের দিনই হুমায়ুন সবাইকে হতবাক করে দিয়ে তার সেনাবাহিনীসহ সব সম্পদ নিয়ে পালিয়ে যান। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে রহস্যময় সম্রাট হুমায়ুনের এই কাহিনিটিই কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ‘বাদশাহ নামদার’ উপন্যাসে ফুটে উঠেছে। সম্প্রতি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় আলোচনাটি অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"