অনলাইন ডেস্ক
০১ সেপ্টেম্বর, ২০২৪
পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন
সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে ব্যবস্থাপকদের উৎসাহিত করার লক্ষ্যে পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের অধীন শাখার অপারেশন ম্যানেজার এবং উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপকদের দ্বিতীয় সম্মেলন-২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারি ডিভিশনের বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মান্নান। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। ২০২৪ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন