নারায়ণগঞ্জের শিবুমার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক হাফেজ মো. এনায়েত উল্যা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইব্রাহিম নিট গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান মো. ইউসুফ, পাউয়ার পয়েন্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানির স্বত্বাধিকারী আশরাফুজ্জামান পাপ্পু এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফকির গ্রুপের পরিচালক ফকির মুশফিকুজ্জামান ফাবি, ওসমান গার্মেন্টস লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. ওসমান গনি। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের ঢাকা সাউথ জোনাল হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক হাফেজ মো. এনায়েত উল্যা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালীন আদর্শকে ধারন করে তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়া সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সব ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশা-আল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।
"