অনলাইন ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪
গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে সোনালী ব্যাংকে দোয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে নিহত সব শহীদ ও আহতকে স্মরণে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে দোয়া অনুষ্ঠান হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ, তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। তিনি একই সঙ্গে ব্যাংকের প্রতিটি শাখা, প্রধান কার্যালয়সহ প্রতিটি অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সবার প্রতি আহ্বান জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, নির্বাহী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন