অনলাইন ডেস্ক
০৮ আগস্ট, ২০২৪
বিআইসিএমে রিসার্চ সেমিনার
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) সম্প্রতি রিসার্চ সেমিনার-৩৫ অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওমানের কলেজ অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টাডিজের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ দুলাল মিয়া। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মোহাম্মদ তারেকের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মো. নুরুল কবির। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ ইনস্টিটিউটের সব অনুষদ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন