হিলি (দিনাজপুর) প্রতিনিধি
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্যাংক বন্ধ থাকায় আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় ও পরবর্তী সময়ে শেখ হাসিনার পদত্যাগের ফলে উদ্ভূত পরিস্থিতিতে টানা ৩৬ ঘণ্টা বন্ধ ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় আমদানি- রপ্তানি বাণিজ্য শুরু হয়। এ সময় ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করে।
এর আগে গত সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। ফলে আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য ছাড় করা যায়নি। এমন পরিস্থিতিতে পণ্য আমদানি বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা। এদিকে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে জানিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গত সোমবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চালু ছিল। মঙ্গলবার পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’
হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের পিএস এসএম জোবায়ের ডেভিড বলেন, মঙ্গলবার বিকালে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও শুরু হয়েছে। সে সঙ্গে বন্দরের ভেতরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, গতকাল শুধু কাঁচা পণ্য সীমিত পরিমাণে বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।
"