নিজস্ব প্রতিবেদক
দেশের সব পোশাক কারখানা খুলেছে
দেশের সব পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গতকাল পৃথক বার্তায় সংগঠন দুটি এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএর বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে বুধবার ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষে ব্যবসায়ীদের পাঠানো পৃথক বার্তায় বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে শিল্প-কারখানা খোলা রাখার ঘোষণা থাকায় গতকাল বুধবার থেকে আপনার শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করুন।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানিয়েছে বিকেএমইএ। এর আগে গত সোমবার বিজিএমইএর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় দেশের সব পোশাক শিল্প-কারখানা গতকাল বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছিল।
"