নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোয় প্রথমবার বাংলাদেশ
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথমবারের মতো মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামিক ট্রেড অ্যান্ড ট্যুরিজম এক্সপোয় অংশগ্রহণ করছে বাংলাদেশ। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান গতকাল মেলার তৃতীয় দিনে বাংলাদেশের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশে সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে অবহিত করেন।
এদিন মেলার আয়োজক প্রতিষ্ঠান জিআইবিএস হোল্ডিংয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ওয়াইবিএইচ জি তুন হাজি নাসিরুদ্দিন মোহাম্মদ আলী, প্রধান অপারেটিং কর্মকর্তা তুন হাজি হাসান আবদুল হামিদ, ফাইন্যান্স বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মাদ খুসাইরি ওসমান, মানবসম্পদ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাধিল সালেহ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে প্রথমবারের মতো এ ধরনের গুরুত্বপূর্ণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ হয়েছে। পাশাপাশি পর্যটকদের আকর্ষণ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, ‘রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্য বেশি করে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে।’
মালয়েশিয়ার অন্যতম পর্যটন নগরী মালাক্কায় ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ১-৪ আগস্ট পর্যন্ত চলমান এ মেলায় বাংলাদেশসহ ১৫টি দেশের ২২০টি বুথে খাদ্য ও পানীয়, পর্যটন, কৃষি, স্বাস্থ্যসেবা, ফাইন্যান্স, শিক্ষাবিষয়ক পণ্য ও তথ্য প্রদর্শিত হচ্ছে। ১ আগস্ট মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে সরকারের স্থানীয় সরকার, নিষ্কাশন, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী ওয়াই বি দাতুক রইস বিন দাতুক উইরা ইয়াসিন মেলা উদ্বোধন করেন।
বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে মেলায় প্রাণ ফুডস লিমিটেড তাদের পণ্যসামগ্রী প্রদর্শন করছে। এ ছাড়া হাইকমিশনের বুথ থেকে বাংলাদেশের পর্যটন খাতের আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পর্যটনবিষয়ক প্রকাশনা দর্শনার্থীদের মধ্যে বিতরণ এবং ব্যবসা-বিনিয়োগ ও পর্যটন বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন ডলারের। এছাড়া মালয়েশিয়া বাংলাদেশে অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।
"