reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০২৪

শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখা স্থানান্তর

উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির দিনাজপুর শাখা গতকাল রবিবার থেকে নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। নতুন শাখার ঠিকানা হলো- ক্যাপ্টেন টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্স, হোল্ডিং নং-১১১০০/০, গনেশতলা, কোতোয়ালি, দিনাজপুর।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার পরিপ্রেক্ষিতে সুপরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মেসার্স শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ মো. মমিনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সৈয়দ সগীর আহমেদ এবং মোনসেফ অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। স্থানান্তরিত শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, দুরুদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে এম হারুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা গ্রাহকদের চাহিদা ও তাদের সুবিধার্থে এই শাখাটিকে সুপরিসর জায়গায় স্থানান্তর করেছি। আজ থেকে ১৪ বছর পূর্বে এই এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, শুরু থেকেই দিনাজপুর শাখাটি অত্র এলাকার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে সাধ্যমত অবদান রেখে আসছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য সর্বত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের অধিক সুনাম রয়েছে। অত্র এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিক বিনিয়োগে আগ্রহী। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close