বাংলাদেশ কমার্স ব্যাংকের বিজনেস রিভিউ মিটিং
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের (বিসিবিএল) বিজনেস রিভিউ মিটিং অদ্য ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আবদুল কাদের, প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে সব শাখা ও উপশাখার মে-২০২৪ ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী তার বক্তব্যে ব্যাংকের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ব্যাংকের সার্বিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ২০২৪ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"