অনলাইন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩
এসবিএসি ব্যাংকে টেকসই অর্থায়ন শীর্ষক কর্মশালা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকে টেকসই অর্থায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এসবিএসি ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিন এবং ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আবদুল মান্নান। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ম্যানেজার, অপারেশন্স ম্যানেজার ও ক্রেডিট ডিপার্টমেন্টের কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন