লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথ উদ্বোধন
দেশে পুঁজিবাজারকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ৪০টি ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ স্থাপন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। যার ধারাবাহিকতায় নরসিংদী জেলায় লংকাবাংলা সিকিউরিটিজের ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জেলার মানুষের জন্য পুঁজিবাজার বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে লংকাবাংলা সিকিউরিটিজ। এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরাসহ উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধান, নরসিংদী ডিজিটাল বুথের ব্যবস্থাপক এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফ্ফাত রেজা তার বক্তব্যে বলেন, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ভূমিকা প্রসারিত ও ত্বরান্বিত করতে লংকাবাংলা সিকিউরিটিজ সারা দেশ জুড়ে অসংখ্য নতুন ব্রাঞ্চ ও ডিজিটাল বুথ সংযোজন করে চলছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"