reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০২৩

বাজুস সদস্যদের চিকিৎসা দিল ইউনাইটেড হাসপাতাল

দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সদস্যদের চিকিৎসাসেবা দিয়েছে খ্যাতনামা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইউনাইটেড হাসপাতাল। বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার বাজুস সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় এ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামী দিনে বাজুস সদস্যদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় ২০ শতাংশ, রেডিওলজিতে ১০, বেড ভাড়ায় ৫, আইসিইউ ও সিসিইউতে ১০ এবং সিআইসিইউতে ১০ শতাংশ মূল্যছাড় প্রদান করবে ইউনাইটেড হাসপাতাল। বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বাজুস কার্যালয়ে আয়োজিত বাজুস সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা শীর্ষক স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সেমিনারে এ তথ্য জানানো হয়। বাজুস উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুসের সহসভাপতি রিপনুল হাসান ও মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ উত্তম বণিক, ইউনাইটেড হাসপাতালের হেড অব ডায়াবেটিস ক্লিনিকের চিকিৎসক ডা. মো. এজাজ বারী চৌধুরী, ডা. ফারজানা জিনিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close