নিজস্ব প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০২৩

জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই কর দেন না

সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানে রেমিট্যান্সের প্রবাহ বেশি এবং মানুষের হাতে টাকা রয়েছে। তাই কর আহরণের সম্ভাবনাও অনেক। কিন্তু কর সচেতনতার অভাব এবং বিদ্যমান কর প্রদান প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই কর দেন না।

সম্প্রতি সিলেট জেলা কর আইনজীবী সমিতি এবং এসএমএসি আইটি লিমিটেডের সহযোগিতায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

কর্মশালায় জানানো হয়, সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন সহজ ও নির্ভুলভাবে গণনা ও প্রস্তুত করে দেবে ‘ট্যাক্স-ডু’। এ সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে যে কেউ অনলাইনে কয়েক মিনিটের মধ্যে আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন। ‘ট্যাক্স-ডুর মাধ্যমে ব্যক্তিগত আয়কর ও রিটার্ন জমাদানের মৌলিক বিষয়াদি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন এসসিসিআইয়ের সভাপতি তাহমিন আহমদ।

এতে অতিথি ছিলেন সিলেট করাঞ্চলের কমিশনার সৈয়দ জাকির হোসেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমেদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান ও সহসভাপতি অ্যাডভোকেট আবদুল আলীম পাঠান, সিলেট চেম্বারের সহসভাপতি মো. আতিক হোসেন ও চেম্বারের ভ্যাট, ট্যাক্স এবং ট্যারিফ কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন এফসিএ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

‘ট্যাক্স-ডু’র বিষয়ে স্নেহাশীষ বড়ুয়া বলেন, ‘এ সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে যে কেউ অনলাইনে কয়েক মিনিটের মধ্যে আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close