অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৩
যমুনা ব্যাংক ও ভেজথানি হাসপাতালের চুক্তি
যমুনা ব্যাংক পিএলসি এবং থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের মধ্যে রবিবার যমুনা ব্যাংক করপোরেট ভবনে একটি পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান এবং ভেজথানি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মারিয়া ঝিগুনোভা (মাশা) এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার জনি মে জাভা-সারডন, তাদের নিজস্ব কোম্পানির পক্ষে কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকের অধীনে, যমুনা ব্যাংকের সব ক্রেডিট কার্ডের গ্রাহক ভেজথানি হাসপাতাল থেকে সব আউটডোর এবং ইনডোর মেডিকেল পরীক্ষার ওপর ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। এ সময় যমুনা ব্যাংক এবং ভেজথানি হাসপাতালের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন