আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) শাখাগুলোর ব্যবসা পর্যালোচনা সভা মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান চৌধুরী, শীর্ষ নির্বাহীরা, করপোরেট শাখাগুলোর ব্যবস্থাপকরা এবং জোনাল হেডরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী করপোরেট শাখা ব্যবস্থাপকদের ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরো মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মানসম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহকসেবায় শাখাগুলোকে আরো আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"