reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০২৩

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা

জনতা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. আবদুল জব্বারের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির (এ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। রবিবার ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহছান, মো. রমজান বাহার ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ এবং সংশ্লিষ্ট জিএম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন।

সভায় উদ্বোধনী বক্তব্যে এমডি অ্যান্ড সিইও মো. আবদুল জব্বার বর্তমানে ব্যাংকের সার্বিক অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে অটো চালান গ্রহণের পরিমাণ বৃদ্ধি, ফরেন রেমিট্যান্স বৃদ্ধি, স্বল্প সুদের আমানত বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেওয়াসহ বিবিধ বিষয়ে বিভাগীয় প্রধানদের নির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close