নিজস্ব প্রতিবেদক
শেয়ারবাজারে বেড়েছে লেনদেন

এক কার্যদিবস দাম বাড়ার পর বুধবার দেশের শেয়ারবাজারে আবার বিমা কোম্পানির শেয়ার দাম পতন হয়েছে। সিংহভাগ বিমা কোম্পানির শেয়ার দাম কমায় দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এরপরও বেড়েছে মূল্যসূচক।একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়ে ছয়শো কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর সিএসইতে লেনদেন বেড়ে প্রায় তিনগুণ হয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে লেনদেনের শেষ দিকে এসে সিংহভাগ বিমা কোম্পানির শেয়ার দাম কমে যায়। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম লেখায়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ১৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় বিমা কোম্পানি রয়েছে মাত্র ৮টি। আর দাম কামার তালিকায় বিমা কোম্পানি আছে ৩৭টি।
"