নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

গভর্নরের সঙ্গে সাক্ষাৎ

সুদহার না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই সভাপতির

ব্যাংকঋণের সুদহার না বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সোমবার গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। এ সময় মাহবুবুল আলম বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদহার না বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সুদহার বাড়ানো হলে ব্যবসার খরচ বেড়ে যাবে এবং স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে।’

করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া সংকটের দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে বিবেচনায় নিয়ে সব খাতের জন্য ঋণ পুনঃতফসিলীকরণের সুবিধা দেয়ার আহ্বানও জানান এফবিসিসিআই সভাপতি। নির্ধারিত দামে যেন ব্যবসায়ীরা ডলার কিনতে পারেন এজন্য গভর্নরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ব্যবসায়বান্ধব গভর্নর উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের অর্থনীতিতে করোনার দীর্ঘমেয়াদি প্রভাব ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক নিয়মিত আর্থিক ও নীতিসহায়তা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এ পলিসি সহায়তার কারণে মহামারির ধকল সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধজনিত ধকলও সন্তোষজনকভাবে মোকাবিলা করা হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close