reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২৩

সাউথইস্ট ব্যাংকের ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরস্কার অর্জন

নিত্য নতুন পণ্য উদ্ভাবন ও সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন’ পুরস্কার অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ -২০২৩’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকে এই পুরস্কার প্রদান করা হয়। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি)-এর পরিচালক মোতাসিম বিল্লাহ্র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এ সময় সাউথইস্ট ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী, ভিসা কান্ট্রি হেড সৌম্য বসুসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close