বাংলাদেশের ফাস্টেট গ্রোয়িং ব্যাংকিং ব্র্যান্ডের সম্মাননা পেল এনসিসি ব্যাংক
ব্যাংকিং সেক্টরে প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশের ফাস্টেট গ্রোয়িং ব্যাংকিং ব্র্যান্ড-২০২৩’ শীর্ষক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে এনসিসি ব্যাংক। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডস্ ম্যাগাজিন সম্প্রতি এ সম্মাননা ঘোষণা করে। উল্লেখ্য, ব্যাংক হিসেবে ৩০ বছরের পথচলায় এনসিসি ব্যাংক বিশেষায়িত পণ্য ও সেবা দিয়ে আজ গ্রাহকদের কাছে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রযুক্তিগত উন্নয়ন, তরুণ প্রজন্মের গ্রাহক আকৃষ্টকরণ, নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে নারী-পুরুষের প্রাপ্য অধিকার আনয়ন, এসএমই ও রিটেইল ব্যবসায় গুরুত্বারোপ, ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নতুন ফিচার সংযোজন এবং ইসলামী ব্যাংকিং সেবার কার্যক্রম শুরুসহ আরো সেবা গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে, যা আর্থিক খাতের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
"