reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুন, ২০২৩

এসআইবিএল ও অ্যাপোলো হসপিটালসের মধ্যে চুক্তি

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস লিমিটেডের মধ্যে বুধবার (৭ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও অ্যাপোলো হাসপাতালের (ইস্টার্ন রিজিয়ন) সিইও রানা দাসগুপ্তা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অ্যাপোলো হাসপাতালের মার্কেটিং ম্যানেজার এম এম মাসুমুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডাররা অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের বিভিন্ন সেবায় ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা, বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ এবং অ্যাম্বুলেন্সসহ নানাবিধ সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close