reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২৩

মার্কেন্টাইল ব্যাংকের গ্লোবাল ডেবিট কার্ড সেবা উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে গ্লোবাল ডেবিট কার্ড সেবা উদ্বোধন করেন।

ব্যাংকের চেয়ারম্যান বলেন, বৈশ্বিক অর্থনীতিতে সংকটকালীন পরিস্থিতির মধ্যেও পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার টেকসই অবস্থান অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে। আগামী দিনে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ‘স্মার্ট ব্যাংকিং’ নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উন্নত ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক। একই সঙ্গে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা অব্যাহত রাখতে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরো জোর দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম ও মো. আবদুল হান্নান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালকরা আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন ও মোহাম্মদ আবদুল আউয়াল এবং শেয়ারহোল্ডার জালাল হোসেন খান মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close