reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০২৩

শেষ হলো ঢাকা ট্রাভেল মার্ট

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে রবিবার (২১ মে) সমাপ্ত হলো তিন দিনব্যাপী ভ্রমণ ও পর্যটন মেলা ‘এয়ার এস্ট্রা ঢাকা মার্ট ২০২৩’। ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং স্বাগতিক বাংলাদেশের ৫০টির অধিক সংস্থা ও প্রতিষ্ঠান ১৮তম ঢাকা ট্রাভেল মার্টে তাদের পণ্য ও সেবা উপস্থাপন করে। মেলার আয়োজক বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানান, ‘বিগত বছরগুলোর তুলনায় এবারের আসরে দর্শনার্থীদের আগ্রহ ছিল আশাতীত। তিন দিনের আয়োজনে ১২ হাজারের অধিক ভিজিটর আকৃষ্ট করতে সক্ষম হয় এবারের মেলা। অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান মেলাটির ব্যাপারে ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন।’ তিনি আরো জানান, ‘মেলা চলাকালীন নগদ ও বুকিং মিলিয়ে লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি টাকার অধিক, বর্তমান আর্থিক পরিস্থিতিতে এটা অবশ্যই উল্লেখযোগ্য সাফল্য।’ সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close