reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২৩

সোনালী ব্যাংক ও বাংলালিংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

এগ্রিমেন্ট ফর টেলিকম সার্ভিসেস এর আওতায় সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষরের পর অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস. এম শামসুর রহমান এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ, বিভিন্ন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close