
যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং

হবিগঞ্জের একটি রিসোর্টে যমুনা ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, ইঞ্জিনিয়ার মুশাররফ হুসাইন, ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, মো. সিরাজুল ইসলাম ভরসা, গাজী গোলাম আশরিয়া, মো. রেদোয়ান- উল করিম আনসারী, মো. সাইদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান, মো. আবদুল জব্বার চৌধুরী ও মো. মুর্শেদুল হক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট অঞ্চলের জোনাল হেড, সব কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।
"