reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি

১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার রূপালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১০ হাজার কোটি টাকার একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে মাত্র ৪ শতাংশ সুদে কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন রপ্তানিকারকদের দেশি মুদ্রায় ঋণ নেওয়ার সুযোগ থাকবে, যার মেয়াদ হবে ১৮০ দিন। ব্যাংক পর্যায়ে এর সুদহার হবে ১.৫ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close