reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৩

‘ক্যাশলেস বাংলাদেশ’ প্রচারণার উদ্বোধন

পণ্য বা সেবা মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়ে থাকে। নগদ অর্থে পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেক পরিশোধ সময়সাপেক্ষ, জটিল। অন্যদিকে কার্ড ব্যবহারের জন্যে ব্যাংক/ এমএফএসগুলোকে ডিজিটাল পেমেন্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণে বিপুল বিনিয়োগ করতে হয়। ফলে কার্ডে মূল্য পরিশোধ ব্যবস্থা মার্চেন্টদের জন্য ব্যয়বহুল। ছোট মার্চেন্টের (যেমন- ডাব বিক্রেতা, ঝালমুড়ি বিক্রেতা, মুচি ইত্যাদি) পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব নয় বিধায় প্রান্তিক পর্যায়ে ডিজিটাল পেমেন্টের প্রসার কাঙ্ক্ষিত মাত্রায় অর্জিত হয়নি। ডিজিটাল পেমেন্টের প্রসারে পৃথিবীব্যাপী Low cost solution প্রচলনের তাগিদ রয়েছে। Quick Response (QR) ডিজিটাল পেমেন্ট এমনি একটি Low cost solution। বাংলাদেশে কিছু ব্যাংক ও এমএফএসের Proprietary QR থাকলেও সর্বজনীন ছজ ছিল না, ফলে শুধু ওই ব্যাংক/এমএফএস গ্রাহকরা পারস্পরিক লেনদেনেই সীমাবদ্ধ ছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সর্বজনীন Bangla QR প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করে। ওই Bangla QR উদ্যোগে ১০টি ব্যাংক, ৩টি এমএফএস ও ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম অংশগ্রহণ করেছে। Bangla QR-এ অংশগ্রহণকারী যে কোনো ব্যাংক/এমএফএস অ্যাকাউন্টধারী গ্রাহক ইধহমষধ ছজ-এ অংশগ্রহণকারী যে কোনো ব্যাংক/এমএফএস অ্যাকাউন্টধারী মার্চেন্টকে পণ্য বা সেবা মূল্য পরিশোধ করতে পারবেন। ছজ কোড শুধু একটি প্রিন্টেড ছবি হওয়ায় এই পরিশোধ ব্যবস্থায় মার্চেন্টের অংশগ্রহণের খরচ নগণ্য বিধায় ছজ ভিত্তিক পরিশোধ ব্যবস্থার গ্রহণযোগ্যতা প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। Bangla QR পরিশোধ ব্যবস্থায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠন ‘স্মার্ট বাংলাদেশ’-এর লক্ষ্য অর্জনে সহায়ক হবে মর্মে আমরা আশাবাদী। প্রায় ১২০০ মার্চেন্ট নিয়ে মতিঝিলে আজ ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগটির যাত্রা শুরু হলো। পরবর্তী সময়ে সারা বাংলাদেশে এই উদ্যোগটির প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close